সাধারণ সদস্য পদ লাভ এর নিয়মাবলিঃ
(১) মুক্তিযােদ্ধা/যুদ্ধাহত মুক্তযােদ্ধা/মুক্তিযােদ্ধাদের উত্তরাধিকারী/শহীদ পরিবারের সদস্য এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী মুক্তিযােদ্ধাগণ।
(২) বিএমজেএফএর লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচী বাস্তবায়ন, গঠনতন্ত্র সংশােধন, সংযােজন,পরিবর্তন, বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন ও আয়-ব্যয় হিসাব অনুমােদন, চেয়ারম্যান, মহাসচিব/সেক্রেটারী জেনারেল, প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী পরিচালক/Executive Director-কে প্রয়ােজনীয় ক্ষমতা প্রদান, যে কোন আইন, বিধিমালা প্রনয়ন, অনুমােদন, বিএমজেএফ এর সার্বিক উন্নয়ন, অগ্রগতি করার উদ্দেশ্যে ৪১ সদস্য বিশিষ্ট জাতীয় নির্বাহী কমিটি গঠিত হবে।
খ) যে কোন স্তরেরসাধারণসদস্য পদ লাভের জন্য জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক ধার্যকৃত সদস্য ভর্তি ফি ও মাসিক চাদা প্রদান করার সম্মতি দেন।
গ) বাংলাদেশের নাগরিক এমন যে কোন স্বাধীনতার স্বপক্ষের ব্যাক্তি সংগঠনের নিজস্ব ফরমে আবেদন করে নিয়মানুযায়ী সদস্য পদ লাভ করতে পারবেন। সংস্থা কর্তৃক মনােনয়নপত্র প্রাপ্তি সাপেক্ষে সাধারণ সদস্য পদ কার্যকরী হবে। ঘ) ২ বছর পর পর সাধারণ সদস্য পদ নবায়ন করতে হবে। কোন কারণে সদস্য পদ বাতিল না হলে মনােনয়নের তারিখ হতে ২ বৎসর সদস্য পদ বহাল থাকবে।
ক্রমিক নং | নাম/ ঠিকানা | মন্তব্য |
---|---|---|
১. | বীর মুক্তিযোদ্ধা (মরহুম) মেজর (অবঃ) জিয়াউদ্দিন আহমেদ সাব-সেক্টর কমান্ডার,বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঢাকা/পিরোজপুর। | আজীবন সদস্য |
২. | বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ আলতাফ হোসেন সরকার প্রতিষ্ঠাতা-লেজার ফিজিওথেরাপি সেন্টার, ঢাকা। ঢাকা/পাবনা। | আজীবন সদস্য |
৩. | মোঃ ফয়েজ উদ্দিন মিয়া সাবেক সিনিয়র সহ-সভাপতি, ঢাকা মহানগর আওয়ামী লীগ ঢাকা/পাবনা। | আজীবন সদস্য |
৪. | মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং ম্যানেজিং ডাইরেক্টর ধ্রব গ্রপ অব কোম্পানীজ, ঢাকা। ঢাকা/জামালপুর। | আজীবন সদস্য |
৫. | মোঃ আব্দুল আজিজ নির্বাহী পরিচালক,এমবি গ্লোবাল ট্রেডিং (মালয়েশিয়া) ঢাকা/কুমিল্লা। | আজীবন সদস্য |
৬. | রওশান আরা রুবি ম্যানেজিং ডাইরেক্টর এআরডি গ্রপ, ঢাকা ঢাকা/ময়মনসিংহ। | আজীবন সদস্য |
৭. | এস,এম সাইফুর রেজা প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, ঢাকা। ঢাকা/বরিশাল। | |
৮. | বীর মুক্তিযোদ্ধা ডঃ মোসাঃ মমতাজ খানম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, আলী আহমদ স্কুল এন্ড কলেজ, ঢাকা-১২১৯। ঢাকা/পিরোজপুর। | আজীবন সদস্য |
৯. | বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কাশেম সাবেক সিঃ ব্যাংকার ও সহকারী কমান্ডার, রামপুরা থানা কমান্ড, ঢাকা। ঢাকা/কুষ্টিয়া। | আজীবন সদস্য |
১০. | বীর মুক্তিযোদ্ধা মোঃ মফিজুল হক মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ের লেখক ময়মনসিংহ। | |
১১. | বীর মুক্তিযোদ্ধা (মরহুম) আলহাজ্ব মোঃ ফজর আলী, সহকারী কমান্ডার, রামপুরা থানা কমান্ড, ঢাকা। ঢাকা। | |
১২. | বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হোসেন সরকারের সাবেক যুগ্ম-সচিব ঢাকা/জামালপুর। | আজীবন সদস্য |
১৩. | বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী রেজা লস্কর (বাবলু) কমান্ডার, রামপুরা থানা কমান্ড, ঢাকা। ঢাকা। | আজীবন সদস্য |
১৪. | বীর মুক্তিযোদ্ধা রেখা রাণী গুন সাবেক সিঃ ব্যাংকার ও ট্রাষ্টি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ঢাকা/মানিকগন্জ। | |
১৫. | সেবিকা রানী নির্বাচিত সদস্য, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা। ঢাকা/পিরোজপুর । | |
১৬ | আব্দুল হান্নান সরকার সাংবাদিক- দৈনিক ইত্তেফাক ঢাকা। | |
১৭ | লায়ন মোঃ গাজী আলম ভূইয়া নেত্রকোনা/ঢাকা। | আজীবন সদস্য |
১৮ | আলমগীর কবির সাজিদ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা নোয়াখালী। | |
১৯ | মোঃ আখতার জামান খান ঢাকা | |
২০ | বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আব্দুর রাজ্জাক ডেপুটি কমান্ডার, রামপুরা থানা কমান্ড, ঢাকা। ঢাকা। | |
২১ | ডনাই প্রনেলী (রাজকুমারী) নির্বাহী পরিচালক, অনন্যা কল্যাণ সংগঠক(একেএস) বান্দরবন। | |
২২ | মোঃ গিয়াস উদ্দিন খান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা/ময়মনসিংহ। | আজীবন সদস্য |
২৩ | মোঃ মোস্তাহারুল হাসান (হাকিম) সাবেক ছাত্রনেতা, ব্যবসায়ী ও সমাজসেবক দিনাজপুর। | আজীবন সদস্য |
২৪ | মোশারফ হোসেন জসিম পাঠান সাংবাদিক ও সমাজসেবক নেত্রকোনা। | |
২৫ | বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আলহাজ্ব মোঃ ফায়েজুর রহমান বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা/মাদারীপুর। | |
২৬ | বীর মুক্তিযোদ্ধা লায়ন মোঃ আকরাম হোসাইন সাবেক সিঃ ব্যাংকার ঢাকা/শেরপুর। | |
২৭ | খন্দকার মহিউদ্দিন আহমদ রতন জেনারেল ম্যানেজার(মেরিন), বিআইডাবিওটিসি। ঢাকা/ময়মনসিংহ। | |
২৮ | বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দল মালেক খান সাবেক কর্মকর্তা ঢাকা। | |
২৯ | মোহাম্মদ রেজাউল করিম (বরকত) বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ঢাকা/জামালপুর। | |
৩০ | মোঃ জাহাঙ্গীর আলম সহকারী একান্ত সচিব টু মানণীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ঢাকা। | |
৩১ | শামছুন নাহার চাকুরী, তেজগাঁও কলেজ, ঢাকা। ঢাকা/জামালপুর । | |
৩২ | মোঃ জয়নাল আবেদীন (ফারুক) সমাজসেবক ঢাকা/চাঁদপুর। | |
৩৩ | মোঃ শহিদুল্লাহ কন্ঠশিল্পী ও সাংবাদিকতা জামালপুর/ঢাকা। | |
৩৪ | বীর মুক্তিযোদ্ধা কাজী আ স ম শিবলী রেজা সাবেক কর্মকর্তা ঢাকা। | |
৩৫ | কামাল হোসেন আনছারী মিডিয়া গবেষক ও সমাজসেবক মাদারীপুর/ঢাকা। | |
৩৬ | আব্দুর ছাত্তার ঢাকা | |
৩৭ | সার্জেন্ট (অবঃ) মোঃ ওবায়েস উদ্দিন সাবেক সরকারী কর্মকর্তা বরিশাল। | |
৩৮ | আহাড়নারভীন আহম্মেদ ঢাকা | |
৩৯ | কোহিনুর বেগম ঢাকা | |
৪০ | আব্দুল মান্নান ইমরান সাংবাদিকতা গাজীপুর/ঢাকা। | |
৪১ | বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন রামপুরা ঢাকা | |
৪২ | হাজেরা খানম নেত্রকোনা | |
৪৩ | আফিফা হক লিপি ঢাকা। | |
৪৪ | সোমা হেলেনা খাতুন ঢাকা | |
৪৫ | মনু ভূঁইয়া ঢাকা | |
৪৬ | মাহাবুব আমির | |
৪৭ | আমিনুর রহমান ভূঁইয়া ঢাকা | |
৪৮ | আনসার আলী শেরপুর | |
৪৯ | বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন কুমিল্লা | |
৫০ | মোঃ মনিরুজ্জামান ঢাকা | |
৫১ | মোঃ শাহাবুদ্দিন ঢাকা | |
৫২ | মোঃ দেলোয়ার হোসেন সিনিয়র ব্যাংকার ঢাকা। | |
৫৩ | সজীব কুমার ধর চাকুরী ঢাকা। | |
৫৪ | শাহীন আক্তার ডলি ঢাকা | |
৫৫ | ফারহানা রহমান লাকি ঢাকা | |
৫৬ | শাহানাজ পারভীন ঢাকা | |
৫৭ | মফিদা আকবর ঢাকা | |
৫৮ | মোঃ আব্দুর রব মিয়া সোহেল ঢাকা | |
৫৯ | হাসান ইবনে আবিদ নারায়ণগঞ্জ | |
৬০ | ইয়ামিন মিয়া ঢাকা | |
৬১ | আব্দুল কাদের মানবাধিকার সংগঠক ঢাকা। | |
৬২ | আলহাজ মোঃ বেলাল হোসেন ঢাকা | আজীবন সদস্য |
৬৩ |