BMJF

Call

+88 01711111558

Reg No. 259




ঐক্য                     সেবা                  উন্নয়ন 

দাতা সদস্য

দাতা সদস্য পদ লাভের নিয়মাবলী  

১। মানুষ মানুষের জন্য। প্রত্যেক সচেতন মানুষের দেশ, জাতি, সমাজ ও মানুষের কল্যাণে নৈতিক দায়িত্ব পালন করা কর্তব্য। দরিদ্র অসহায় মানুষের আর্থ সামাজিক উন্নয়ন, সেবা, জনকল্যাণমূলক কার্যক্রম ও বিএমজেএফ | পরিচালনার জন্য সাহায্য-সহযােগিতা প্রাপ্তির উদ্দেশ্যে যে কোন দানশীল ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠন, সংস্থা-কে দাতা সদস্য পদ প্রদান করা যাবে।

২। নুন্যতম ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এককালীন অনুদান বা সমপরিমানের সম্পদ দান করে দেশী-বিদেশী যে কোন ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠান, সংস্থাকে দাতা সদস্য পদ প্রদান করা হবে।

৩। দাতা সদস্যগণ চুক্তিপত্রের মাধ্যমে বিএমজেএফ এর সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচী বাস্তবায়নে অর্থ বিনিয়ােগ করতে পারবেন।

৪। বিএমজেএফ এর মহাসচিব/সেক্রেটারী জেনারেল কর্তৃক স্বাক্ষরে দাতা সদস্য হিসেবে মনােনয়ন পত্র প্রাপ্তি সাপেক্ষে সদস্য পদ কার্যকর হবে।

ক্রমিক নং নাম ঠিকানা/ পদবি ছবি
১.বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোঃ ফজর আলী২৪৫/পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯
২. বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ
আলতাফ হোসেন সরকার
প্রতিষ্ঠাতা-লেজার ফিজিওথেরাপি সেন্টার,
ঢাকা।
ঢাকা/পাবনা।
৩. মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল
প্রতিষ্ঠাতা মহাসচিব
৪. এ. এস. এম নুরুল আজমচেয়ারম্যান স্যার আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘ ( এনজিও বিষয়ক ব্যুরো রেজি নং- ৩২৫০)














    Download & Fillup

    বাংলা/ English