BMJF

Call

+88 01711111558

Reg No. 259




ঐক্য                     সেবা                  উন্নয়ন 

উপদেষ্টা সদস্য

উপদেষ্টা সদস্য পদ লাভ ও পরিষদ গঠন এর নিয়মাবলিঃ

১। বিএমজেএফ এর কার্যক্রম গতিশীল, সার্বিক উন্নয়ন, লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসুচী বাস্তবায়ন, জাতীয় ভিত্তিক পরিচালনা করার জন্য পরামর্শ ও সহায়তার উদ্দেশ্যে আগ্রহী যে কোন সুযােগ্য ব্যক্তিকে উপদেষ্টা সদস্য পদে মনােনয়ন করা যাবে। ২। উপদেষ্টা সদস্যদের নিয়ে কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন করা যাবে। জাতীয় নির্বাহী কমিটি কর্তৃক সার্বিক বিবেচনা করে সুযােগ্য যে কোন একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা মনােনয়ন করা যাবে। প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সকল সভায় সভাপতিত্ব করবেন। প্রধান উপদেষ্টার অনুপস্থিতিতে যে কোন একজন সিনিয়র উপদেষ্টা সদস্য সভার সভাপতির দায়িত্ব পালন করবেন। ৩। বিএমজেএফ এর প্রয়ােজনে মহাসচিব/সেক্রেটারী জেনারেল কর্তৃক কমপক্ষে ০৭ (সাত) দিনের নােটিশ উপদেষ্টা পরিষদের সভা আহ্বান করা যাবে। ৪। প্রত্যেক শাখা ভিত্তিক স্থানীয়ভাবে কেন্দ্রীয় কর্তৃক দেয়া নিয়মানুযায়ী উপদেষ্টা সদস্য করা ও উপদেষ্টা পরিষদ গঠন করতে পারবেন। শাখা উপদেষ্টা সদস্য ও উপদেষ্টা কমিটি কেন্দ্রীয় অনুমােদন সাপেক্ষে কার্যকরী হবে এবং শাখা উপদেষ্টা কমিটি কেন্দ্রীয় কর্তৃক দেয়া দায়িত্ব পালন করবেন। ৫। চেয়ারম্যান বা মহাসচিব/সেক্রেটারী জেনারেল কর্তৃক উপদেষ্টা সদস্য ও প্রধান উপদেষ্টার মনােনয়ন পত্র প্রদান করা হবে।

ক্রমিক নং নাম ঠিকানা/ পদবি ছবি
১.বীর মুক্তিযোদ্ধা লেঃ জেনারেল (অব:)জনাব এম.হারুন-অর -রশিদ বীরপ্রতীকসাবেক সেনা প্রধান,বাংলাদেশ সেনাবাহিনী।
২.বীর মুক্তিযোদ্ধা মো: হাসানুর রহমান
সরকারের সাবেক সচিব।
(কুমারখালী, কুষ্টিয়া)।
আফরোজা মোয়াজ্জেমসাবেক ডিজি, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
জন্মস্হান - মতলব (উত্তর), চাঁদপুর ।
এ. এস. এম নুরুল আজমচেয়ারম্যান স্যার আহম্মদ আলী সরকার স্মৃতি সংঘ ( এনজিও বিষয়ক ব্যুরো রেজি নং- ৩২৫০)এ. এস. এম নুরুল আজম
প্রফেসর ডা: মো: আবু তাহের
কলোরেষ্টাল সার্জারী বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
(ট্রেজারার, বাংলাদেশ সার্জন এসোসিয়েশন, ঢাকা-বাংলাদেশ এবং সভাপতি, ময়মনসিংহ বিভাগ যুব সমিতি, ঢাকা)
জন্মস্থান - মেলান্দহ, জামালপুর
বাংলা/ English