BMJF

Call

+88 01711111558

Reg No. 259




ঐক্য                     সেবা                  উন্নয়ন 

জাতীয় নির্বাহী সদস্য

জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ লাভ এর নিয়মাবলিঃ

মনােনয়ন প্রাপ্ত বিএমজেএফ এর জাতীয় নির্বাহী কমিটির পদাধিকার বলে নির্বাচিত পদ ছাড়া যে কোন পদ লাভ করার আবেদন করতে পারবেন যদি তিনি ঃ সাধারণ সদস্য হিসেবে মনােনিত হয়ে, সাধারণ সদস্য পদ লাভের জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ফাউন্ডেশনের ফরমে আবেদন করেন এবং নির্বাচন কমিটি কর্তৃক নির্বাচনে অংশ গ্রহণের অনুমতি প্রাপ্ত হয়। বিএমজেএফ এর স্বার্থ বা গঠনতন্ত্র পরিপন্থী কোন কাজে জড়িত হবে না এ মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন। ৩। সাধারণ সদস্য নয় এমন কোন ব্যক্তি জাতীয় নির্বাহী কমিটির কোন পদে অংশ গ্রহণ করতে পারবেন না। ৪। বিএমজেএফ এর স্বার্থে জাতীয় নির্বাহী কমিটির সমর্থনে বিশিষ্ট যে কোন ব্যক্তিকে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান করা যাবে। এ ক্ষেত্রে তাদের মনােনয়নের পূর্বে সাধারণ সদস্য হতে হবে।

বাংলা/ English