BMJF

Call

+88 01711111558

Reg No. 259




ঐক্য                     সেবা                  উন্নয়ন 

পরিচিতি

পরিচিতিঃ

বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) বাংলাদেশের মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও পোষ্য–মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির জনসাধারনের দারিদ্র বিমোচন ও পূর্ণবাসন, মানবাধিকার প্রতিষ্ঠা, সেবা, উন্নয়ন ও জনকল্যাণমূলক জাতীয় ভিওিক নিবন্ধিত অরাজনৈতিক ও অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ)মরহুম জিয়াউদ্দিন আহমেদ।তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টরের সাব–সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।কার্যকরী মহাসচিব ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মোঃ ফজর আলী। উল্লেখ্য প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কার্যকরী মহাসচিব ফাউন্ডেশনের স্ব–স্ব পদের দায়িত্ব পালনকালে মৃতুবরণ করেছেন।বর্তমানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছে উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ফিজিওথেরাপিস্ট এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মাস্কুলোস্কেলিটাল ডিজঅর্ডারস বিশেষজ্ঞ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. আলতাফ হোসেন সরকার এবং প্রতিষ্ঠাতা মহাসচিব ও নির্বাহী পরিচালক হিসেবে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মতিয়র রহমান ডিজেল।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সোনার বাংলা স্বপ্ন বাস্তবায়নে, মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তান, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি, অসহায় নিপিড়ীত বিধবা, এতিম, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের সহযোগীতায় কাজ করাই এ সংগঠনের মূল লক্ষ। বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন (বিএমজেএফ) ২০১৭ সালের ১৭ই মার্চ, বাংলা ৩রা চৈত্র ১৪২৩ বংগাব্দ হতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে। যার বর্তমান রেজিস্ট্রাড কার্যালয় ১৭৫/৫,পূর্ব রামপুরা, ঢাকা –১২১৯। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিবন্ধন নং–২৫৯ মোতাবেক মুক্তিযুদ্ধ জনকল্যাণ ফাউন্ডেশন সমগ্র বাংলাদেশ ভিত্তিক একটি সংগঠন। কেন্দ্র থেকে বিভাগ, জেলা, মহানগর, থানা, উপজেলা, প্রাতিষ্ঠানিক ইউনিটে এর সাংগঠনিক এলাকা বিস্তৃত। বিএমজেএফ নিরপেক্ষ থেকে জাতিয় দায়িত্ব পালনে অগ্রণী ভুমিকা পালন করে। এছাড়া ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যেকোন প্রকার সামাজিক, অর্থনৈতিক, জনকল্যাণমূলক কর্মসুচী গ্রহণ ও বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করতে পারবে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনকল্যাণ ফাউন্ডেশন এনজিও গঠনপূর্বক মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার পরিবার, অসহায় ও সুবিধাবঞ্চিত জনসাধারণের সহায়তার লক্ষে বাংলাদেশ ভিত্তিক কার্জক্রম পরিচালনা করতে পারবে।

বাংলা/ English